শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৩:৪৯

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ঢাকা সফর: রোহিঙ্গা সংকট সমাধানে নতুন দৃষ্টিকোণ

রোহিঙ্গা প্রত্যাবাসনে কি মিলবে নতুন দিশা?

মো. জাকির হোসেন
রোহিঙ্গা প্রত্যাবাসনে কি মিলবে নতুন দিশা?
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।ছবি: সংগৃহীত।

আগামী ১৩ মার্চ বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে ঢাকা আসছেন। এই সফরের মূল উদ্দেশ্য হলো রোহিঙ্গা সংকট পরিদর্শন ও সমাধানে নতুন দৃষ্টিকোণ প্রদান করা।

সফরের প্রধান কার্যক্রম:

১৪ মার্চ: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন, যেখানে রোহিঙ্গা শিশুদের সঙ্গে মতবিনিময় এবং পুষ্টি ও সহায়তা বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করা হবে।

ইফতার অনুষ্ঠান: রোহিঙ্গা কালচারাল সেন্টারে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগের পর, প্রধান উপদেষ্টার সৌজন্যে আয়োজিত ইফতারে এক লাখ রোহিঙ্গার সঙ্গে অংশগ্রহণ করবেন।

১৫ মার্চ: ঢাকায় জাতিসংঘ কার্যালয় পরিদর্শন, ঐকমত্য কমিশন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার দেওয়া ইফতার ও নৈশভোজে উপস্থিত থাকবেন।

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের প্রতিশ্রুতি:

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

জাতিসংঘ মহাসচিবের এই সফর রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করবে এবং বাংলাদেশের প্রচেষ্টাকে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়