প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১৪:০৮
চাঁদপুরে উইকিপিডিয়ার ওপর কর্মশালা

চাঁদপুরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্প নিয়ে দুটি বিশেষ কর্মশালা। শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত শহরের আল-আমিন একাডেমি ছাত্রী শাখার সেমিনার কক্ষে প্রথম কর্মশালা এবং বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর সরকারি কলেজ সংলগ্ন এআই কম্পিউটার একাডেমিতে দ্বিতীয় কর্মশালার আয়োজন করে চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়।
|আরো খবর
স্থানীয় পর্যায়ে উইকিপিডিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নতুন ব্যবহারকারীর সম্পৃক্তি এবং শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়ের প্রধান সমন্বয়ক মো. দেলোয়ার হোসেন জানান, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শাখার কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার ৩০জন অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীরা হাতে-কলমে উইকিপিডিয়া সম্পাদনা ও ব্যবহারের ধারণা নিয়েছেন। দুটি কর্মশালায় একই ধরনের আয়োজন রাখা হয়। রিসোর্স পারসন ছিলেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট এন্ড সেফটি টিমের মেম্বার ও বাংলা উইকিপিডিয়ার এডমিন নাহিদ সুলতান, বাংলা উইকিপিডিয়া এডমিন ও উইকিউইকিমিডিয়া স্টুয়ার্ড মুহাম্মদ ইয়াহিয়া এবং শাকিল হোসেন।
কর্মশালায় উইকিপিডিয়া সম্পাদনা সংক্রান্ত সাধারণ সমস্যার সমাধান এবং অভিজ্ঞ উইকিপিডিয়ানদের সঙ্গে অংশগ্রহণকারীদের আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হয়। এর আগে ২০১৯ সালে চাঁদপুরে প্রথম উইকিপিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়।