রবিবার, ১৭ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ২২:০০

চাঁদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন
চাঁদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন। পাশে দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন করছেন তিনি।

খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস (১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫) দেশব্যাপী দাওয়াতী মাস ঘোষণা করেছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট ২০২৫) দুপুরে শহরের ফয়সাল শপিং কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে দাওয়াতি মাসের কার্যক্রম উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, ব্যবসায়ী আরিফ হোসেন, হাবিবুর রহমানসহ বেশ কয়েকজন জেলা সভাপতির হাতে ফরম পূরণ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল বাশার, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, শহর শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, জেলা শাখার সহ-প্রচার সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, নির্বাহী সদস্য মাওলানা তারেক হাসান।

উদ্বোধন অনুষ্ঠানে দাওয়াতি মাস সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র জেলাব্যাপী ধারাবাহিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গৃহীত হয়। খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন ও খেলাফত মজলিসের দাওয়াত জনগণের মাঝে ছড়িয়ে দিতে খেলাফত মজলিস ও অঙ্গসংগঠনের সকল শাখাকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

উদ্বোধকের বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন বলেন, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়তে খেলাফত প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী দাওয়াতি মাস ঘোষণা করেছে। যার অংশ হিসেবে সারাদেশের ন্যায় চাঁদপুরেও মাসব্যাপী দাওয়াতি মাহফিল, দাওয়াতি মিছিল, গ্রুপ ভিত্তিক দাওয়াত, ব্যক্তিগত দাওয়াত, ব্যক্তি বিশেষ দাওয়াত, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দাওয়াতি মাহফিল, লিফলেট বিতরণ, তোরণ, ফেস্টুন, ব্যানারের মাধ্যমে প্রচারসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে সকল নেতা-কর্মীকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়