বুধবার, ১৬ জুলাই, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ২২:১১

নিরাপদ খাদ্য বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সেমিনার

স্টাফ রিপোর্টার
নিরাপদ খাদ্য বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সেমিনার

নিরাপদ খাদ্যগ্রহণের অভ্যাস গড়ে তুললে ক্যান্সার, ডায়াবেটিস, স্ট্রোকের মতো কঠিন ও জটিল রোগ থেকে অনেকাংশে রক্ষা পাওয়া সম্ভব। এ বিষয়ে শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সকাল ১১টায় চাঁদপুর পৌরসভার দক্ষিণ গুণরাজদীতে অবস্থিত আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসায় এক সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।

‘নিরাপদ খাদ্যগ্রহণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ' শীর্ষক সেমিনারের আয়োজন করে নিরাপদ খাদ্য অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার আলহাজ্ব মুফতি মো. জিয়াউদ্দিন খন্দকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারী (আশরাফুল ইসলাম)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা খাদ্য কর্মকর্তা মো. আরিফুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য গ্রহণের বিষয়ে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করলেই আমরা খাদ্য গ্রহণে নিরাপত্তা নিশ্চিত করতে পারি। পরিবার ও সমাজকে সচেতন করতে শিক্ষার্থীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আরিফুল হাসান বলেন, বর্তমানে ক্যান্সার, ডায়াবেটিস, স্ট্রোকসহ বিভিন্ন কঠিন রোগের মূল কারণ অনিরাপদ খাদ্য। তাই এখন থেকেই আমাদের সচেতন হতে হবে। কোমলমতি শিক্ষার্থীরা যেন এই বিষয়ে অধিক সতর্ক হয়, সে উদ্দেশ্যেই আজকের এই উদ্যোগ।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মুফতি মো. জিয়াউদ্দিন খন্দকার বলেন, এই ধরনের আলোচনা সভা অত্যন্ত সময়োপযোগী ও জরুরি। শিক্ষার্থীরা এখান থেকে অর্জিত জ্ঞান নিজেদের জীবনে প্রয়োগের পাশাপাশি অন্যদের মাঝেও ছড়িয়ে দেবে এটাই আমাদের প্রত্যাশা।

উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. নুরে আলম, মাওলানা মো. হযরত আলী, মো. আলী হোসেন খান, মাওলানা মো. মাইনুদ্দীন ঢালী, মো. জসিম উদ্দিন, মো. আব্দুল গাফফারসহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়