বুধবার, ০৭ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ১৮:১৯

চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে চাঁদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার
চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে চাঁদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চাঁদপুরের চিকিৎসকেরা।

অবসটেট্রিক্যাল এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ. চাঁদপুর এর আয়োজনে রোববার (৯ জুলাই) চাঁদপুর আড়াই'শ শয্যার সরকারি জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বেলা ১২টায় এ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চাঁদপুর জেলা শাখার সভাপতি ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুনন্নাহার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জামাল সালেহ উদ্দিন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একে এম মাহাবুবুর রহমান, সহকারী অধ্যাপক ডা. সালেহ আহমেদ,

বিএমএ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. এম এম নুরুল হুদা, সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম,

চাঁদপুর মেডিকেল কলেজের গাইনী বিভাগের প্রধান ডা. আফরোজা বেগম, সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, ওজিএসবি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. তাবেন্দা আক্তার সহ অন্যান্য চিকিৎসকগণ।

প্রতিবাদ সমাবেশে চাঁদপুরের চিকিৎসকগণ বলেন,

ডা. মিলির বিরুদ্ধে মামলা, কোনো তদন্ত ছাড়াই ডা. মুনা ও ডা. শাহজাদীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। আমরা এই চিকিৎসকদের বিরুদ্ধে অন্যায় মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তি দাবি করছি।।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়