প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২, ২০:১০
বিশ্ব ডায়াবেটিস দিবসে ফরিদগঞ্জ লাইফ জেনারেল হাসপাতালে দুই দিনব্যাপী ফ্রি চিকিৎসা

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার অন্যতম বেসরকারি হাসপাতাল লাইফ জেনারেল হাসপাতালে দুই দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস রোগীদের চিকিৎসা প্রদান শুরু হয়েছে। সোমবার ১৪ নভেম্বর সকালে ফ্রি চিকিৎসা প্রদানকালে হাসপাতালের চিকিৎসক ডাঃ মিতুল আক্তার লাকীসহ বেশ ক’জন চিকিৎসক ও স্টাফ ডায়াবেটিস চেক করতে আসা লোকজনকে সেবা প্রদান করেন।
|আরো খবর
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক মোঃ সাহাবুদ্দিন জানান, বিশ^ ডায়াবেটিস দিবস উপলক্ষে এ বছর মাত্র ৭টি বেসরকারি হাসপাতাল চিকিৎসা সেবা প্রদান করছে। এরমধ্যে লাইফ জেনারেল হাসপাতাল একটি। আমরা প্রথম দিনে শাতাধিক রোগীকে সেবা প্রদান করেছি।