সোমবার, ০৫ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ জুলাই ২০২২, ১৬:৫৭

শ্রীনগ‌রের বা‌ড়ৈখালী ইউ‌নিয়নে

টয়‌লেট বিহীন স্বাস্থ্য সেবা কেন্দ্র

অনলাইন ডেস্ক
টয়‌লেট বিহীন স্বাস্থ্য সেবা কেন্দ্র

শ্রীনগর উপ‌জেলার বা‌ড়ৈখালী ইউ‌নিয়‌নের এক মাত্র সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রটি‌তে টয়‌লেট বিড়ম্বনায় ভে‌স্তে যা‌চ্ছে সেবা কার্যক্রম। দীর্ঘ বছর ধ‌রে প‌রিকল‌্যাণ কেন্দ্রটি‌তে বা‌ড়ৈখালী,খাহ্রা,মদনখা‌লি,শ্রীধরপুর ছাড়াও নবাবগঞ্জ ও সিরাজ‌দিখান এলাকার অসংখ‌্য লোক এখা‌নে চি‌কিৎসা গ্রহন কর‌তে আস‌ছেন। বি‌শেষ ক‌রে কল‌্যান কেন্দ্রটি মা ও শিশু চি‌কিৎসার জন‌্য সুপ‌রি‌চিত হওয়ায় দৈ‌নিক অসংখ‌্য নারী,শিশু বয়স্করা চি‌কিৎসা নি‌তে আস‌ছেন। চি‌কিৎসা সেবা নি‌তে আস‌লেও প্রকৃ‌তির জন‌্য জরুরী ভি‌ত্তিক টয়‌লেট না থাকায় বিড়ম্বনায় পড়‌ছেন সেবা গ্রহীতাগণ। এমন এক‌টি জনমানব বিষয় কর্তৃপক্ষর নজরদারী‌তে না থাকায় সেবা প্রার্থী‌দের ম‌ধ্যে তীব্র ক্ষোভ দেখা গে‌ছে। হাসপাতা‌লের পা‌শেই জরাজীর্ণ অবস্হায় বছ‌রের পর বছর প‌রে আ‌ছে খোলা টয়‌লেট অন‌্যদি‌কে ভিত‌রে নির্মীত টয়‌লেট গু‌লো পু‌রো ব‌্যবহার অনুয়োপ‌যোগী হ‌য়ে আ‌ছে।বা‌ড়ৈখালী ইউ‌নিয়ন সাস্হ‌্য ও প‌রিবার কল‌্যান কে‌ন্দ্র টিতে মান সম্মত চি‌কিৎসক থাকার পরও ‌ভে‌স্তে যা‌চ্ছে সাস্হ‌্য সেবা। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু তোয়া আদনান শাকিল জানান,বিষয়টি পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেখেন। এব্যাপারে পরিবার পরিকল্পনাকর্মকর্তার সাথে যোগাযোগ করারচেষ্টা করেওতাকে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়