শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০

করৎ
অনলাইন ডেস্ক

বর্ষা শেষে শরৎ আসে মুছে দিতে অন্ধকার,

নীল আকাশটি আজ শুধুই তোমার আমার।

শরতের আকাশঘেরা নীলের আভেসে,

সাদা মেঘে তুমি আমি আছি অনিমেষ।

পলকে আঁখিদ্বয় জুড়িয়ে শুধুই সাদার খেলা

কাব্যিক চিঠি মুক্ত বাতাসে

শরতের আকাশে ডানা মেলে উড়ে,

অভিলাষ ভালোবাসায় আবার তুমি আসো ফিরে।

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা

[email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়