রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২১, ০০:০০

দরজার কড়া
অনলাইন ডেস্ক

দরজায় ওপাশে শব্দ,

কে তুমি বন্ধু?

কি চাই এই আগন্তুকের কাছে,

জীবন যার স্বপ্নের ন্যায় ঝাপসা-

অথচ বেশ্-

তোমার আগমন অতিপরিচিত লাগে,

কথা বলো বন্ধু, পরিচয় দাও! চুপ কেনো?

মনে মনে পোষা বহুকালের প্রেম,

সূচনালগ্নে হারিয়ে যায় অনেক কিছু,

তুমি অবশ্য প্রেমে পড়লে জেনে যাবে,

তখন প্রতিজ্ঞা ভঙ্গ, মিথ্যে আশা, ঘোলাটে স্বপ্ন, সবই চমৎকার রূপে রঙিন হয়,

আমিও যখন ভালোবাসতে শুরু করি, কেউ একজন হাত ছেড়ে দিলো...

অথচ তখন শহরের গলিতে বিক্রিত মিথ্যে অযুহাতের ব্যবসায় ধস-

তবুও বলেছিলাম কখনো মনে পড়ে গেলে এই বোকার দরজার কড়া নেড়ো,

তুমি আবার সে নও-তো?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়