মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

শ্যামলনগর
অনলাইন ডেস্ক

যাচ্ছি আমি পথের ধারে,

দেখছি হঠাৎ তাদের,

তাইতো আমি থেমে গেলাম।

দেখবো এবার শ্যামলনগর।

কি সুন্দর ফসল ভাই,

সোনালি মাঠ ভরা।

ছায়াভরা অরণ্যে,

সূর্যের আলোতে, রোদ নিলো মেখে।

সোনালি মাঠ ঘিরে।

রংধনু সাতরঙে আকাশভরা রোদ।

ফসলের মাঠে তাই কৃষকের হাসি।

বৈশাখের কালো মেঘ,

বুকভরা ভয়,

মহাজনের পাওনা নাহি নিঃশেষ হয়।

মাঠের ফসল ঘরে যায়

কৃষকের জীবন বাঁচায়।

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ই-মেইল

[email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়