রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

আমি চাই
অনলাইন ডেস্ক

আমি চাই আমার কথা

আমার সকল অস্তিত্ব

তুমি একবার ভুলে যাও।

আমি চাই আমার সকল গ্লানি

তোমার থেকে আমায়

দূরত্ব আরও সৃষ্টি হয়।

আমি চাই তুমি হও কাশফুল

এক পালকি চাঁদ

জোনাকির আলো।

আমি চাই তুমি হও সুখী

ভুলে যাও স্মৃতি

পিছুটান আমার

হই জনম দুঃখী।

আমি চাই তুমি সংসার পাতো

কোল জুড়ে আসুক নতুন অতিথি.

বিপদগুলো আলিঙ্গন করে যাযাবর হই আমি।

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা

[email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়