রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

সোনালি সুখ
অনলাইন ডেস্ক

যখন জ্যোৎস্না আলোয়

নিস্তব্ধ রজনী খ খ করবে,

তুমি উঠোনে দাঁড়িয়ে পলক

দিও রূপালি মায়ায়। আমি

আপ্লূত হবো তোমার উপস্থিতিতে।

আর যখন মুষলধারে তুমুল

বৃষ্টি হবে, নকশী কাঁথায়

জড়িয়ে নিও নিজেকে;

আমি দূর থেকে উষ্ণতা নিবো।

যখন দেখবে নীলাকাশে শুভ্র

ভেলার আনাগোনা বেড়েছে;

কাশবনে গিয়ে আলতো

করে ফুলগুলো ছুঁয়ে দিও।

তোমার পরশ পেয়ে

অমৃতবনে ঢেউ খেলে যাবে।

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা

[email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়