রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

বেদনার মর্মবাণী
অনলাইন ডেস্ক

কষ্ট বুকে জমাট বেঁধে

হৃদয়টাকে খুঁড়ে

নয়নে অশ্রু উঠে ভেসে

তারপরও সে আসেনি কাছে।

সে যে অন্যের অর্ধাঙ্গিণী রুপে

আসেনি থাকতে আমার কাছে

মায়ার প্রহর যে উঠেনি কেটে

শত লাঞ্ছনা সহ্য করে থাকি

শুধু তাকেই ভালোবেসে।

চোখ বন্ধ করলেই দেখি তোমায়

পাশে খুঁজেও দেখা মিলেনি তোমার

আজও অজস্র ভাবনা মনে জাগ্রত হয়

শুধু তোমায় ভালোবাসি বলে।

পুরোনো স্মৃতি যে পারিনি ভুলতে

পারিনি যে ফিরে তোমার কাছে যেতে

ভাবনার যে মৃত্যু হয়নি আজও

ভুলতে পারবো না তোমায় মৃত্যু আসলেও।

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা

[email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়