বুধবার, ০৭ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০

আগের মতো নেই তুমি

অনলাইন ডেস্ক
আগের মতো নেই তুমি

শহিদুল ইসলাম খোকন

বহুদিন পর দেখলাম তোমায়

শরীরের এ কী হাল!

আগের মতো নেই তো তুমি

দেখেছি আজ সকাল।

চেহারাটা শুকিয়ে গেছে

গালে পড়েছে দাগ,

এখন হয়তো নেই তো তোমার

আগের মতো রাগ।

ঠোঁটগুলো শুকিয়ে গেছে

কপালে পড়েছে ভাঁজ

হয়তো তুমি আগের মতো

করো না এখন সাজ।

কোন কিছুই আগের মতো

নেই তো এখন তোমার,

এই অবস্থা দেখে এখন,

মনটা কাঁদে আমার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়