শুক্রবার, ০৯ মে, ২০২৫  |   ৩৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০

তুমি কি আমার হবে?

আয়েশা সিদ্দিকা

তুমি কি আমার হবে?

আমার জীবনজুড়ে রবে

আমার সব সন্ধ্যা তোমার রঙে রাঙাবে

দুপুরের ওই ফাটা রোদে শীতল হাওয়া হবে

নির্ঘুম রাতে একা বসে চাঁদ দেখবো যখন

ছোট্ট করে আমায় ডেকে চমকে দিবে তখন

তুমি কি আমার ব্যস্ত পথের হাঁটার সঙ্গী হবে?

আমায় তোমার হাতটা চেপে ধরতে দিবে?

স্নিগ্ধ ভোরের প্রথম আলো হবে কি তুমি?

প্রতি ভোরে চোখ খুলেই যাকে দেখবো আমি।

ঘন বর্ষায় তুমি কী আমার ছাতা হবে?

বৃষ্টি যখন অনেক বাড়বে

আমায় তুমি ঢেকে রাখবে।

চাইলে তুমি বৃষ্টি হয়ে ভিজিয়ে দিতেও পারো

সবকিছুতেই আমার শুধু তোমায় হলেই হলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়