প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

মনিরুজ্জামান প্রমউখ
লোকে আমার নামে
মিছেই বদনাম করে,
পেছনে।
আমি যা নই,
অথবা যা করি না,
কিংবা যা বলি না,
তাই বলে,
গোপনে।
জেনে রেখো,
প্রত্যেক কর্মেরই ফল থাকে।
আর
কর্মফল খোঁড়া হলেও
একদিন আসে,
তার মনিবের কাছে।








