মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০০:০০

তখন তুমি-আমি অবুঝ শিশু হবো
আবদুর রাজ্জাক

উৎসর্গ : কবি মুহাম্মদ ফরিদ হাসান

যদি ভোর পেরিয়ে

পেতাম তোমারে

আধো আলোর রেখায়

অথবা

যেখানে নীলপরি-লালপরি আসে

যেখানে তোমার হাতের তালুর স্পর্শ লেগে আছে

যেখানে মেঘপুঞ্জ বৃষ্টি বিলায়

যে পথে

তুমি দাঁড়িয়েছো অন্তত বাসনা নিয়ে।

দেখিতাম

তোমার অবিচল পদচিহ্ন

বাতাসে ভাসত যদি কণ্ঠস্বর

তোমার আবছায়া

যদি দু চোখে আটকে যেতো

উৎসুক পাখিদের ভিড়ে!

আশ্বিনের এই নিরালা দুপুর

ঘরে ফেরার সন্ধ্যা

পীতবর্ণের মেঘ দেখতে

আহা কী যে মধুর হতো!

তখন এই গুচ্ছ গুচ্ছ বেদনা

আর থাকতো না।

থাকতো না বুকভাঙা অভিমান

জলের ফেনার মতো লীন হয়ে যেতো।

আশ্চর্য শিহরণে ভালোবাসার

প্রাচীন জনপদ মারিয়ে যেতো

অবুঝ শিশুরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়