শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০০:০০

আনিস ফারদীনের কবিতা
অনলাইন ডেস্ক

জ্যোৎস্না

জ্যোৎস্না গায়ে মাখবো বলে

রাত জাগি-

পথ চেয়ে থাকি।

বাহিরে কী জ্যোৎস্না

অথচ-

আমি গেলেই সে মেঘে ঢাকে।

কথায় আছে অভাগা যে দিকে যায়

সাগর নাকি শুকিয়ে যায়।

তাই জ্যোৎস্নাকে আর দোষ দিই না

তার তো আর কোনো দোষ নেই-

সব দোষ অভাগার।

ওপরে চাওয়া

চাইতেই পারো সব কিছু

পেতেও পারো-

তবে সব ওই উপরে বণ্টিত হয়।

একটু উপরে তাকাও

হাত ওই উপরে বাড়াও-

চাও সব কিছু।

দেখ সব তোমার হয়ে গেছে

নড়েবড়ে ভিত হয়েছে মজবুত

দাবার চাল চলে এসেছে হাতে!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়