মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০

কলুর বলদ
কনক কুমার প্রামানিক

দিনরাত্রি খেটেই মরি

যেন কলুর বলদ,

মূল্যহীন তবু সে কাজ

সবাই ধরে গলদ।

নিরলস খেটেই চলি

পাই না কাজের দাম,

জীবন বাজী রাখি তবু

নেইকো কাজের নাম।

বৃথা জীবন মূল্যহীন

গাঁধার মতো খেটে,

ব্যথাভরা জীবনটাতে

সুখের হাসি না ফোটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়