প্রকাশ : ০৬ মে ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
খোকন সোনা রাগ করে না
আয় না খেতে আয়।
ভাত না খেলে সময় মতো
রাগ করবে যে মায়।
ভাত খেয়েই হাতখানি ধুয়ে
খেলতে তুমি যাও,
ভাত খেয়েই খেলতে গেলে
ফুটবল হাতে নাও।
দুপুর হওয়ার আগেই তুমি
দৌড়ে বাড়ি এসো
দৌড়ে দৌড়ে বাড়ি আসতে
তুমি মিটিমিটি হাসো।








