শুক্রবার, ০৯ মে, ২০২৫  |   ৩৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৮ জুলাই ২০২২, ০০:০০

তীব্র দহন
অনলাইন ডেস্ক

যে দহন কেবল তীব্র হয়,

আমাকে পুড়িয়ে মারার জন্যে

সে দহনের বুৎপত্তি কোথায়, কোন আনুভূমিক রেখায়?

কোন অপ্রাপ্য স্মৃতিতে! যা বিষিয়ে তোলে

বিষাক্ত সাপের দংশন।

অথবা কোন গাছের ডালে, পলকহীন

তাকিয়ে থাকা পাখিদের অপ্রস্তুত অভিশাপ?

যে বিরহের সদ্য জন্মদায়িনী মাতা তুমি!

সে কেবল আমার কাছে অকাম্য একটি

পরিচয়ে বেড়ে ওঠে! কীভাবে ভাবলে তুমি?

তবে মনে রেখো যদি তুমি না-ও চাও, তবু-

এই শিশুর পরিচয়ে তুমিও সমান

অংশীদারত্ব পাবে।

দহনের তীব্রতর বিস্তার ছড়িয়ে,

এড়িয়ে বাঁচা; সোজা কথা নয়!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়