শনিবার, ১০ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৫ জুন ২০২২, ০০:০০

তারুণ্য
অনলাইন ডেস্ক

এসেছে দেহে নতুন প্রাণ, এ যেনো এক নতুন দিনের উত্থান।

আমরাই করবো জয়, থাকবে মোদের এ প্রত্যয়।

রুখবো আমরা অন্যায়-আবিচার,

থাকবে না কোনো ভীতি-সংশয়।

সদা থাকবো সত্যে অটল,

মিথ্যার কাছে হবো না অচল।

রাখবো দৃঢ়প্রত্যয়।

দেবো না কারো কথায় কান,

গাইবো সদা জীবনের জয়গান।

সত্যের শিকলে গাইবো জীবনের গান,

জীবনযুদ্ধে দেবো মন-প্রাণ।

হবো জীবনযুদ্ধে জয়ী,

করবো আমরা দুর্জয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়