শুক্রবার, ০৯ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০২ এপ্রিল ২০২২, ০০:০০

তবুও অভিমান হোক
অনলাইন ডেস্ক

মাঝে মাঝে অভিমানে আকাশ-বাতাস ভরে যায়

ইচ্ছেমেলাদের ভেঙ্গে দিই

তুমি এসে আবার ইচ্ছেমেলা বসাও

অথচ তোমার অপেক্ষাতে আমি ব্যথিত হয়ে

সব অভিমানে ভাসিয়ে দিই

তুমি তাকালেই আমি সব ভুলে যাই

সারাদিনের অপেক্ষারত অভিমানী সকাল ভুলে যাই

তপ্ত দুপুরে তাপদাহের কষ্ট ভুলে যাই

তোমায়বিনে সারাটা বিকেল বসে থাকার যাতনা ভুলে যাই

তুমি ডাকলেই আমি ভুলে যাই

তুমি বুঝালেই আমি বুঝে যাই

তুমি হাসালেই আমি হেসে যাই

তুমি রাঙালেই আমি রঙিন হয়ে যাই।

তুমি তাকালেই আমার সমস্ত চাপা অভিমান ধোঁয়ার মতো

ক্ষণিকের ভেতর উড়ে যায়

তোমার ক্লান্ত আঁখিতে তাকাতেই আমার অভিমান শান্ত হয়ে পড়ে

তোমার কণ্ঠ শুনলেই কিছু মনে থাকে না

তোমার মন খারাপে আমিও ব্যথিত হই

তোমার ব্যর্থতায় আমিও মন মেঘে সাজাই

একটা অংশিদারিত্ব আজকাল আমাদের যতো রাগ,

অভিমান সবই ভুলিয়ে দেয়

তবু অভিমান হোক,

দিনশেষে অভিমানও হৃদয়, মন বাড়িয়ে দেয়

তাই অভিমানের ডালা সাজিয়ে আমি তোমাতেই থাকি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়