শুক্রবার, ০৯ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০২ এপ্রিল ২০২২, ০০:০০

তেলের দাম
অনলাইন ডেস্ক

বেড়ে গেছে তেলের দাম,

কে খায় মাথার ঘাম,

আরো কি বাড়তে দাম,

তেলের দামে বদনাম।

হৈ হৈ রৈ রৈ,

তেলের বাড়ালো হৈ চৈ

মধ্যবিত্তের নাভিঃশ্বাস,

গরিবের দীর্ঘশ্বাস।

কষ্টের উপার্জন তেলের ভোগে,

ঘরের কর্তা উঠলো রেগে,

বাড়ছে গৃহিণীর টেনশন,

তাই তো প্রতিবাদে জনগণ।

কেউ আছে মহাখুশিতে,

কেউ আবার যন্ত্রণাতে,

উপার্জনে ব্যাগ ভরে না,

কেউ বুঝে তো কেউ বুঝে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়