বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২২, ০০:০০

অনুভূতি ও অতঃপর
ইয়াছিন দেওয়ান

আমি খুশিতে আত্মহারা হয়ে

ছুটে যাই বন্ধুর কাছে।

আনন্দ-উল্লাসের ভাগাভাগির শহরে

বেরিয়ে এলো বিস্মৃত তথ্য!

আমি কত বোকা, কত দিশেহারা!

ভ্রমণের আনন্দ-উল্লাসের বদৌলতে,

যন্ত্রণা যায় বেড়ে!

বন্ধুর যন্ত্রণাংশের মাধ্যমে

নানা প্রমাণ দেখে,

আমার বিশ্বাস চৌচির হয়ে যায়।

মনে হতে থাকে

বিশাল হিমালয়ে আমি কত

সামান্য কণা!

কত ক্ষুদ্র করে রেখেছে!

আমার দুঃখে পাহাড় কান্না করে,

তবুও তার মন গলে না!

শত চাপা অভিমানে

অনুভূতি আবার কমতে থাকে।

তুষের আগুন হিয়াতে

জ্বলতেই থাকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়