শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

ইতালিতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

ইতালি প্রতিনিধি ॥
ইতালিতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

ইতালির মিলানে মোহাম্মদ ইসমাইল হোসেন (৩১) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। বৃহস্পতিবার রাতে লিভার জনিত রোগে মিলানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে যান। তার বাবার নাম আব্দুল মান্নান। দেশের বাড়ি কুমিল্লা জেলার আর রাহমান পাড়ায়। এ ব্যাপারে

মিলান কনসুলেট অফিসের কনসুলার (শ্রম) সাব্বির আহমেদ জানান, ইসমাইল বৃহস্পতিবা রাতে মারা যান, সে একজন শিক্ষার্থী ছিলো। সে কোন্ বর্ষের শিক্ষার্থী তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আরেক সাবেক শিক্ষার্থী বর্তমানে লন্ডন প্রবাসী প্রকৌশলী ফিরোজের ভাষ্যমতে, সে ১৬-১৭ বর্ষের শিক্ষার্থী। মৃত্যুর পূর্বে ইসমাইল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সাব্বির আহমেদ আরো জানান, মিলান কনসুলেট অফিস বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখছেন। যত দ্রুত সম্ভব তার লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করবে মিলান কনসুলেট অফিস। তিনি আরো বলেন, দুঃখের সাথে বলতে হয়, গত ক'দিনের ব্যবধানে আরো দুজন মারা গেছেন। তার মধ্যে একজন নারী রয়েছেন, যার নাম কামরুন নাহার বকথ (৪২), যিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্বামী শাহীন আহমেদ। দেশের বাড়ি সিলেট জেলায়। অন্য আরেক প্রবাসী বাংলাদেশি, তিনিও চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান। তার নাম মাহবুব আহমেদ সৈকত (৪৪)। তিনি বলনিয়া শহরে বসবাস করতেন। তার বাবা খোরশেদ আলম। দেশের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সদরে তামাক পট্টি। তিনি বিবাহিত ছিলেন।

ইতালির মিলান প্রবাসী মামুন হাওলাদার ইসমাইলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মিলান বাংলাদেশ কমিউনিটির পক্ষে। তাদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়