মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০০:০০

কুমিল্লা সোসাইটি, জাপানের মিলন মেলা
জাপান থেকে ফখরুল ইসলাম ॥

গত রোববার জাপানের রাজধানী টোকিওর তোনারি পার্কে এ মিলন মেলার আয়োজন করে চতুর্থবারের মতো নবগঠিত কমিটি। যা এ যাবৎকালের সবচেয়ে বড় মিলন মেলা বলে আগতদের অভিমত।

সকাল ১১টা থেকে টোকিওসহ সায়তামা, চিবা, গুন্মা, ইবারাকি ও এর আশেপাশের শহর থেকে মানুষ পার্কে জমায়েত হতে শুরু করে। দুপুর ২টার সময় কানায় কানায় পূর্ণ হয়ে যায় পার্ক।

আগত অতিথিদের সাদর অভ্যর্থনা জানান কমিটির উপদেষ্টা এবং সিনিয়র সদস্যরা। এ সময় নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আগত অতিথি, বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠন।

অনুষ্ঠানে আগত অতিথিদের বিভিন্ন দেশিয় খাবার এবং ফল পরিবেশন করা হয়। পাশাপাশি বাচ্চাদের জন্যে খেলা প্রতিযোগিতা ও পুরস্কার দেওয়া হয়। নারীদের জন্য বালিশ খেলা প্রতিযোগিতা ও পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি পুরুষদের জন্যে ফুটবল খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠান চলে বিকেল পাঁচটা পর্যন্ত। অনুষ্ঠান অনেক উপভোগ্য ছিল বলে আগত অতিথিরা জানান।

মিলন মেলায় অংশগ্রহণ করে কুমিল্লা সোসাইটির অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান সংগঠনটির সভাপতি লুৎফর রহমান শিপার এবং সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক ভূঁইয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়