শনিবার, ০৩ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

শৈশব

অনলাইন ডেস্ক
শৈশব

আকরামুল ইসলাম

আনন্দ উল্লাস খুঁজে ফিরি ভাই

দূরন্ত শৈশবে চল ছুটে যাই।

চল ফের ঘুরে আসি দূর নীলিমায়

দিগন্ত যেখানে আপনি হারায়।

যেথায় রয়েছে শত স্মৃতির মেলা

ভাসাই সেথায় চল হৃদয় ভেলা।

চল ফের হাতে নেই নাটাই ঘুড়ি

পাখি দেখে কাঁচা হাতে গুলতি ছুড়ি

নদীর ধারে চল দল বেঁধে যাই

সচ্ছ জলে ফের গা’টা ভাসাই।

মক্তবে যাই চল কুরআন বুকে

দিনগুলো কাটে যেন পরম সুখে।

চল ফের ধরি সবে সেই মেঠো পথ

স্মৃতির খুঁজে মোরা হই একমত

শাপলার খোঁজে চল দল বেঁধে যাই।

মগডালে ছড়ে বসে ফল পেড়ে খাই

বন্ধুর সাথে চল যাই হারিয়ে।

শৈশব স্মৃতিটারে আসি মাড়িয়ে

চল ফের হাসি মোরা মন প্রাণ খুলে

ক্লান্তি ও ঘোর যত যাই সবি ভূলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়