রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০০:০০

শ্রেষ্ঠ কিতাব আসমানী
সিফাত উল্লাহ

ঐ চাঁদ দেখ তাকিয়ে আছে

অপরূপ জ্যোস্না ছড়িয়ে

মানব সভ্যতা রয়েছে বেঁচে

ভালোবাসার পরশ মাখিয়ে।

আমি তাকিয়ে রহিলাম

কত সুন্দর ছিলো ক্ষণ

প্রকৃতির এই আভাস পেলাম

বাতাসে মৌমাছির ভন ভন ভন।

আমিতো তাহার যে দিয়েছে

আমায় শত প্রেম আবরণ

যার নিয়ামতে হয়েছি পাগল

করি মস্তক অবতরণ।

সেই সে পাগল প্রেমিক আমি

খুজেঁ বেড়াই দিবস যামি

পড়েছি সেই সত্য কিতাব

শ্রেষ্ঠ কিতাব আসমানী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়