রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

সুমাইয়া শিমুর ৩টি কবিতা
অনলাইন ডেস্ক

নির্মাণে নিবাস

ক্ষণস্থায়ী পৃথিবী সৌন্দর্য লীলাভূমি

নিজের নির্বাসন প্রত্যক্ষ করি।

প্রকৃতির সৌন্দর্যের নিবাস নির্মাণের

কান্ড মূল সংগ্রহ সম্পূর্ণ।

অগোছালো প্রকৃতির উপর সাঝ প্রাকৃতিক

সু-সুজ্ঞাত হয়ে উঠে রংধনু।

বাজে বাজে বাজ পড়ে প্রকৃতির লীলাভূমি

সাজবাজ ক্ষেত খামার বৃথাই মানবের সৃষ্টি।

রঙের নির্বাসনে মেয়াদান্তে ফিরে না জীবন

ফাগুনে ফুল ফোটে, চৈত্রে পাতা ঝরে।

প্রতিনিয়ত সুপ্রভাত নয়তো বিগত রাত

সকলই আজ্ঞাবহ তার।

নতুনত্ব

বৃষ্টি আর অঝোর শব্দের ক্ষণস্থায়ী দীর্ঘশ্বাসে,

একলপ্ত শিমুলের ডালে ঝরঝর ঝর্নার মধ্য দিয়ে,

এ বেলা বৃষ্টি যদিও বা হয়,

তবুও অপূর্ব এক সুখ কদম ভেজায়।

গাংচিলের এনে দেওয়া বন্ধুত্বের সাথে

এক অদ্ভুত অবয়ব চোখে

লালন করেছি আমার দৃষ্টিতে এবং হৃদয়ে।

কী অদ্ভুত তার রং!

কী অদ্ভুত তার অবয়ব!

কী অদ্ভুত তার মাধুরী!

আমার হৃদয়ে রেখে দিলাম যত্ন সমারোহে।

গোলাবারুদ মন

ঊর্বর ভালোবাসা আর ঊষর বুকের মাঝে

পেতে চাই তোমার গোলাবারুদ মন।

তোমার আবয়বতায় আমার হৃদয়ের স্পন্দনে দিয়েছে সাড়া।

তাই তোমার হাঙ্গামার উপেক্ষিত আমি।

ঝর ঝর বর্ষা।

অপরূপার মাধ্যুর্যে আহ কি বর্ষা

যা লালিত হচ্ছে যুবক যুবতীরা।

পালিত করছেও তারা।

গোলাবারুদ্দ মনে আকরিয়ে আছে উত্তম বর্ষায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়