রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০০:০০

পুরুষ
অনলাইন ডেস্ক

যন্ত্রণার প্রতিক্ষণ নির্ঘুম রজনী

মরদেহ পরে রয়, নেই তো খুনি।

পুরুষের দেহ জ্বলে, মনের দহন

খুঁজে ফিরে শুধু সে নিজ আপন!

আপন বলে চারিপাশ করে হুল্লোড়

প্রাচুর্যে ভরা থাকে যতোক্ষণ ঘর।

যশ-খ্যাতি কমে গেলে পুরুষের দাম

সমালোচনায় মুখ পুড়ে, যশ আর নাম।

তাই তো পুরুষ খুঁজে ফিরে করে হায়হায়

কঠিনের এই যুগে ভাই আপন চেনা দায়।

প্রিয়জন হুঁশ করে, বেঈমানি করে রোজ

প্রয়োজনে প্রিয়জন নেয় পুরুষের খোঁজ!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়