প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:২৯
নিরাপদ ভবন আমার বেঁচে থাকার অধিকার
এম আর এম শোভন নিরাপদ ভবন আমার বেঁচে থাকার অধিকার
হা’সি আমি, চিন্তা করে মন
কিভাবে গড়ে উঠছে
উঁচু উঁচু ভবন।
নিরাপত্তা কোথায় আমাদের,
নিরাপত্তা কোথায় ভবিষ্যৎ
প্রজন্মের
যেখানে তাকাই,
সেখানেই দেখি অনিরাপদ ভবন
অল্প টাকায় সস্তা ইঞ্জিনিয়ার
পাওয়া যায় এখন।শহর থেকে গ্রামে কংক্রিটে দাঁড়ানো,
কিন্তু মানুষের প্রাণ কি এত সস্তা?
ইটের নিচে চাপা পড়ে থাকে ঘুষ,
অবহেলা আর রক্তাক্ত হিসাব।
ভবন নয়
এগুলো অনেক সময় দাঁড়ানো কফিন,
যেখানে বসবাস করি আমরা
প্রতিদিনের মৃত্যুভয়ে।
নকশায় নেই বিবেক,
হিসাবে নেই মানুষের নাম,
রডের ওজনে কমতি হলে
বাড়ে লোভের ভার।
একটা ধস
আর খবরের কাগজে কয়েক লাইন,
কিছু শোকবার্তা,
তারপর আবার সব স্বাভাবিক!
কাদের জন্য এই ভবন
যেখানে শ্রমিক মরে,
শিশু চাপা পড়ে,
আর দায়ীরা থাকে অক্ষত।
আমরা ভিক্ষা চাই না,
আমরা অধিকার চাই
ছাদের নিচে দাঁড়িয়ে
নির্ভয়ে বেঁচে থাকার অধিকার।
ঘুষের শহরে আজ উচ্চারণ
আর নয় রক্তমাখা ইট,
আর নয় নীরব প্রশাসন,
অনিরাপদ শহরে, নিরাপদ ভবন চাই।






