শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯:০৯

কল্পনার নীল চাঁদ

এসএম বাশার
কল্পনার নীল চাঁদ

এসএম বাশার কল্পনার নীল চাঁদ

গভীর রাত, নিস্তব্ধ জনপদ,

ঘুমহীন ক্লান্ত নয়নে তাকাই দূর আকাশে,

দেখি তারাদের গ্রাম।

বিভৎস স্মৃতির পাতা খুলে পড়ি জীবনের গল্প,

কিছু নীরব অভিযোগ ঠাঁয় নেয় হৃদয়ে।

জানি জীবন কল্পনার মত সুন্দর নয়,

তাই তো কবি তার প্রচ্ছদে জীবনকে নানান উপমায় তুলে ধরেছে,

বিরহ বিচ্ছেদগাথা শত উপন্যাসে প্রকাশ করেছে জীবনের উপসংহার।

কত নীরবে বসন্ত আসে, ফুল ফুটে,

আবার ভীরু পায় শ্রাবণ ও ভেজায় সুজলা উদ্যান,

ভালোবাসা ভালো থাকা কোনোটাই হয় না আর।

হৃদয়ে জমা সমস্ত ব্যাকুলতা ভাসমান মেঘের মত উড়তে থাকে,

কখনো হয়তো ভারি হয়ে বৃষ্টি ঝরায়, সে জল কেউ দেখে না;

কেউ ভেজেনি সে অঝোর ধারাতে।

এ গভীর রাতে ঝরাপাতার শব্দে যদি ঘুম ভাঙে তোমার,

তবে বুঝে নিও খুব গোপনে কেউ একজন ভাবছে তোমায়,

তোমাকে চেয়েছে তার সকল আর্তনাদে।

এই আলোহীন ভুবনে, ছেড়ে যাওয়ার মিছিলেÑ

কেউ একজন তোমায় খুব কাছে চায় তার সমস্ত আকুলতায়,

ভাবে আলো হাতে তুমি আসবে আঁধারে পথ খুলে দিতে।

নীল শাড়ি আর রেশমি চুড়ি হাতে দিয়ে

খোলা চুলে একটা বিকেল কাটাবে আমার সাথে?

পায়ে পরবে একটি রূপার পায়েল,

যে রূপে মুগ্ধ নয়নে আমি দেখবো তোমায়,

হয়তো হৃদয়ের সব তৃষ্ণা নিয়ে অপলকে আমি চেয়ে থাকবো

জীবনের শেষ বেলা পর্যন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়