শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯:০৮

নতুন দেশের এই অবস্থা

শহিদুল ইসলাম খোকন
নতুন দেশের এই অবস্থা

শহিদুল ইসলাম খোকন নতুন দেশের এই অবস্থা

ভারছে দেশে নরপশু

পায় না রেহাই অবুজ শিশু,

নিকৃষ্ট আজ মানব আচরণ

দিবালোকে করছে ধর্ষণ।

ধর্ষণটা আজ এত সোজা

যেন এটা মাথার বোজা,

অহরহ ঘটছে এমন

শুনলে আসে হ্রদয় ক্রন্দন।

নারী যেন বাঘের খাবার

নরপশুর দেহের আহার,

স্ত্রীর সাথে কথার কর্তন

বাইরে করে গণধর্ষণ।

একাত্তরের হয়েছে যা

পঁচিশেও জলছে গা,

পায় না নারী কোনো আস্থা

নতুন দেশের এই অবস্থা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়