শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯:০৫

মনুষ্য রূপে মানুষ

হাসানাত রাজিব
মনুষ্য রূপে মানুষ

হাসানাত রাজিব মনুষ্য রূপে মানুষ

আমি মানুষের রূপে মানুষ নই।

এই যে উদ্বেলিত হই জলন্ত অগ্নুৎসবে, হেঁটে যাই বিরানভূমি।

দিগন্ত উন্মোচনে আমিও বর্ণমিছিলে দাঁড়াই, আমি চিৎকার করে উঠি।

তবুও মানুষের মতো মানুষ নই আমি।

অশ্বক্ষুরের আঘাতে ক্ষত-বিক্ষত করে যে ব্যাথা জাগালে আমার হৃদয় দূর্গে।

সে দূর্গ ছিন্নভিন্ন, তবু এক আকাশ ভেদ করে সে ঠায় দাঁড়িয়ে আছে।

এ যেনো মানুষ রূপে আমি অন্য মানুষ।

আজন্ম অন্ধকারে ক্ষীণকণ্ঠে দাপিয়ে বেড়াই আমি লেলিয়ে পড়া ঘোড়ায় চড়ে।

ভেঙ্গে পড়ি, তবু উঠে দাঁড়াই বজ্রকণ্ঠে মাড়িয়ে বিপদসংকুল পথের সবটাকে।

মানুষের সবটাই বহন করি, তবু মানুষ নই।

সর্বাগ্রে ব্যথায় কাতর হই, আমি নির্বোধের বাণিজ্য করি অচল চালাকির শহরে।

কে যেন আমায় ডাক দিয়ে বলে, সোজা পথটা কোথায়,

আমি যেন নিশ্চল চেয়ে রই, সোজা পথটায়।

তবু কেন আমি মানুষের রূপ নিয়ে মানুষ নই?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়