প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯:০২
আমার স্বৈরশাসক

সাহেদ বিন তাহের আমার স্বৈরশাসক উৎসর্গ : ফারিয়া আক্তার রুনা।
তুমি আমার কাছে রহস্যময়ী চরিত্র
আমার ভালো লাগাÑভালোবাসার অনুভূতি।
কখনো রাগ-ক্ষোভ, অভিমানের এক বিশ্বস্ত ভাণ্ডার
পরোক্ষণেই তুমি যেনো সিনেমার নায়িকা হয়ে উঠো
তোমার চাহনি, কাজল কালো চোখ,
ঠোঁটে লিপিষ্টিক, মাথায় বেলিফুলের মালা, পরনে শাড়ি
আমার অপলক দৃষ্টি যেনো লেপ্টে থাকে তোমার চাহনিতে।
কিন্তু জানো ঠোঁটে লিপিস্টিক দেওয়া মেয়ে
আমার একদম পছন্দ হতো না!
অথচ দেখো,
তুমি ঠোঁটে লিপিস্টিক দেওয়া সত্বেও
তোমার থেকে চোখই সরাতে পারছি না।
আমি যেনো কল্পনার রাজ্যে হারিয়ে যাই।
আবার তুমিই আমার শত বিরক্তির কারণ!জানতে চাও কেনো?
অপ্রয়োজনীয় তর্ক, কিংবা মানুষদের সাথে বেয়াদবি।
এগুলোতে ভীষণ বিরক্তবোধ করি, কষ্ট পাই।
পরোক্ষণেই আমার মন ভালো হয়ে যায়
তোমার দুষ্টু মিষ্টি খুনসুটি আর হাসি দেখলে।
আবার যখন তোমার শাসন দেখি
আমি শুধু উপভোগ করি,
আর ভাবি থাকুক না হয়
এমন একজন শাসক আমার জীবনে।
প্রয়োজনে স্বৈরশাসক হয়েই থাকুক।
কিন্তু আমার তোমার মতো শাসকই চাই।