প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯:০১
রিক্সাওয়ালার স্বপ্ন

এম আর এম শোভন রিক্সাওয়ালার স্বপ্ন
গ্রাম শহরের আঁকাবাঁকা রাস্তা দিয়ে
টুং টাং হরণ বাজিয়ে
ঝড়-বৃষ্টি, রৌদ্রের তীব্রতার মাঝেও
অজস্র ঘাম শরীরে জড়িয়ে
ক্লান্ত শরীরে অক্লান্ত পরিশ্রমে
রিক্সার প্যাডেল ঘুরিয়ে
এক বুক স্বপ্ন, এক রাশ চিন্তাযুক্ত মন নিয়ে
জীবন চলে একজন রিক্সাওয়ালার।একজন রিক্সাওয়ালার আছে উদারতা
নেই কোনো উচ্চাবিলাসিতা,
খাবারের তালিকা তো অনেক সুন্দর
সস্তা হোটেলের সকালের নাস্তা ভাত,
ডাল আর আলু ভর্তা
দুপুরের খাবার ভাত, সবজি
আর ডাল এই তো জমছে বেশ।
তাদের স্বপ্নের তালিকাটা অনেক ছোট্ট
একটা ঘর, টিনের চাল।রিক্সার হ্যান্ডেলে বাজে তাদের গান,
নিশ্চুপ রাস্তায় রোদেলা আহ্বান।
মাঝে মাঝে তারা ভাবে, ‘যদি পারতাম,
ছেলেটাকে ডাক্তার,
ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট
অথবা বিচারক বানাতাম’।মেয়েটা বড় হলে, হোক সে শিক্ষিকা,
লেখায় থাকুক তার মায়ের রূপরেখা।
সন্ধ্যায় ফিরে পেলে গরম ভাতের হাড়ি,
বউয়ের চোখে শান্তি আর আলো আঁধারি।স্বপ্ন তার কাঁধে, প্যাডেলে গাঁথা,
জীবনের গানে সে করে পথ পাতা।
কেউ দেখে শুধু ঘাম, কেউ বোঝে না মনÑ
রিক্সাওয়ালারও আছে স্বপ্নের ভুবন।আলো
আঁধারের বুক চিরে আসে যে আলো,
সে শুধু উজ্জ্বলতা নয় ভবিষ্যতের দিকনির্দেশনা।
চোখে নয় শুধু, জ্বলে মনজুড়ে,
আলো বলে ‘ভয় পেও না, পাশে আমি দাঁড়িয়ে আছি তো’।নিভে গেলেও উদ্দীপ্তার আলো,
আলো রাখে স্মৃতির ধারা।
ভোরের রোদে, সন্ধ্যার তারা,
আলোকছায়া বুনে চলে জীবনের ধারা।অশ্রুবিন্দু ঝরে চোখে, থেমে যায় পথ,
আলো তখন দেয় বাঁচার শক্তির পূর্ণতা।
নিঃশব্দ রাতে জাগে যে চিহ্ন,
আলোয় ভেসে যায় সব ব্যথার দিন।আলো মানেই নতুন আশা,
আলোতেই জাগে হৃদয় ভাষা।
পথিক খোঁজে পথ যেখানে
আলোক রেখা আঁকে জীবনের মানে।