প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯:০০
উষ্ণ চুম্বনের ক্ষত
নীলপত্র পাটোয়ারী

নীলপত্র পাটোয়ারী উষ্ণ চুম্বনের ক্ষত
এতো এতো বই, এতো ঐশ্বর্যের ভিড়,
তবু একা বসে থাকি, শূন্য হৃদয় নিয়ে।
কোনো অচেনা লালসা তাড়া করে ফেরে,
যার শিক্ষা পেয়েছি প্রেমের কাছ থেকেÑ
সে শিখিয়েছিল কামনার অজানা ভাষা।মিথ্যা নয়, সবই ছিল স্পষ্ট,
প্রেমের ভিড়ে লালসা করেছিল গ্রাস,
শীতল বক্ষে মোহের বাঁধনে
আমাকে বেঁধেছিল নীরব আতুরতায়।উষ্ণ চুম্বনের দাহে জ্বলে উঠেছিলাম, ক্ষতবিক্ষত হয়েছিল হৃদয়ের গোপন প্রান্তর।