প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৮:৫৯
কাব্য
সামিরা মেহনাজ নুসরাত

সামিরা মেহনাজ নুসরাত কাব্য
কবিতায় লেখা হয় জীবনের কাব্য,
জীবন যা চায় তা নয় সহজলভ্য।
দিন যায় অগুনতি, স্মৃতি হয় সঙ্গী,
মনে কিছু নেই আর, করি শুধু ভঙ্গি।বালুকার পাহাড়ে যে বানাতাম গৃহ রোজ,
চোখ আজও সেই গৃহ রোজ এসে করে খোঁজ।
নেই আজ হাতছানি, নেই আজ পিপাসা,
আজ মনে শীতঋতু, জমে শুধু কুয়াশা।চাঁদ তবু আসে রোজ বাঁকা হাসি হাসতে
ইশারাতে জিজ্ঞাসা, ‘এই ভালোবাসতে?’
হারিয়েছি সে কলম যাতে আমি লিখতাম,
ছেঁড়া পাতা কাব্যের আজ তাই নেই দাম।মন তবু মানবে পরাজয় কোনোদিনÑ
আওড়াবে চুপিচুপি আখ্যান চিরদিন।
শব্দরা ছুটি নিল, বাক্যরা নিশ্চুপ,
শুরু হলো খণ্ডিত কাব্যের নবরূপ।