প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৮:৫৯
শকুনের ভোজ
মুহাম্মদ শাহিন

মুহাম্মদ শাহিন শকুনের ভোজ
গভীর অন্ধকার রজনীতে,
কানে আসে শকুনের গর্জন।
হাওয়ায় ভাসে নগ্ন গন্ধ,
ওদের ক্ষুধার্ত শরীরের প্রশমন।দীর্ঘকাল তারা ছিল বন্দী,
খাবার পায়নিÑভুলে গিয়েছে ধৈর্য।
নিশিথের আধারে কেটেছে রাত,
এখন তারা উন্মাদ, হিংস্রতায় চূড়ান্ত পর্যায়।কখন কার থাবা কার গাঁয়ে পড়েÑ
এই ভাবনাতেই তারা নিজেরাই পাগল।
তাদের দ্বন্দ্বেই মরে যাচ্ছে জাতি,
চারপাশে চলছে শুধু মৃত্যুর আগল।কে দেবে বাঁধা, কে করবে প্রতিবাদ?
আছে কি কেউÑধ্বংস করিবার দেহখান?
নাকি সবাই দাঁড়িয়ে শুধু দেখবে,
মানবতার নামে শেষ হবে বাঁচার স্থান?