প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৮:৫৬
আশা ভালোবাসা

মহসিন আলম মুহিন আশা ভালোবাসা
কত আশা ভালোবাসা, স্বপ্নভরা চোখ, পাই না দেখা হাত বাড়িয়েÑহিয়ার মাঝে শোক।
ছোট্টবেলার বন্ধু আমার-চড়ুইভাতির সাথি, আশায় আশায় দিন করে পাড়, এখন দেখি রাতি।
শান-বাঁধানো পুকুর ঘাটের, ডুবসাঁতারের প্রীতি, এখন শুধু অশ্রুঝরায়, ব্যথার তোলে গীতি।
মিছে মিছি বউ সাজা আর বিয়ে বিয়ে খেলা, এখন যে দেয় মরণকামড়! তীব্র বিষের জ্বালা।
কোথায় গেলো সোহাগ বদন, কোথায় প্রেমের ফুল, চোখ মুখে আজ আঁধার নামে, ভাবনায় শত ভুল।
আশায় আশায় দিন কেটে যায় বলার নাই ভাষা, কোথায় যেন হারিয়ে গেলো আশা ভালবাসা।
মনের কথা
মনের কথা বলতে তোমায় ভাবি নিশিদিন, কোথায় তুমি মনের মিতা কোথায় অন্তরীণ।
তোমায় খুঁজি চাঁদনী রাতে-খুঁজি তারার মাঝে, তোমারই বিরহে পুড়ি সকাল, দুপুর, সাঁঝে।
দাও না দেখা যেথায় থাকো-থাকো যতদূরে, এক ঝলক দেখবো তোমায়-এসো নয়ন ভরে।
মনজুড়ে শুধু তুমি, তুমি হিয়ার মাঝে, আছো তুমি পরাণ প্রিয়, আছো সকল কাজে।