প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২
শরৎকালে অল্প জলে
সাঈদুর রহমান লিটন

সাঈদুর রহমান লিটন শরৎকালে অল্প জলে
পদ্মবীলে হাজার পদ্ম
পানির উপর ভাসে,
পদ্মগুলো সূর্য দেখে
সুখের হাসি হাসে।
শাপলা শালুক উঠিয়ে নেয়
হালদার বাড়ির ছেলে,
কার না খেতে ভালো লাগে
শাপলা শালুক পেলে।
ভ্যাসাল জালে কাতলা ওঠে
খুশি নবীন মাঝি,
শরৎকালে অল্প জলে
জাল ফেলাতে রাজি।
বিলের পাশে বাবলা গাছে
মাছরাঙারা থাকে,
মাছরাঙা ঐ ছোঁ মেরে যায়
পুঁটি মাছের ঝাঁকে।