শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৮

পাঠক ফোরামের কবিতা

অনলাইন ডেস্ক
পাঠক ফোরামের কবিতা

আকিব শিকদার ঢাক বাদকের ঢাক

ঢাক বাদক!

বাজাও তোমার ঢাকÑ

বটতলাতে এসেছে বৈশাখ।

তোমার ঢাকের সপ্তমধুর তাল

আনুক ডেকে নতুন দিনের শুরু

পুরনো সব জীর্ণতা আর আবর্জনার পাল

এক নিমেষেই হোক না উরুউরু।

ঢাক বাদক!

রাখো হাতে কাজÑ

ঢাক বাজানোর সময় এলো আজ।

ভাবুক সবাই কালবোশেখির কাল

বজ্র বুঝি ডাকছে গুরুগুরু

ঘুমিয়ে যারা রইল চিরকাল

হৃদয় তাদের কাঁপুক থরোথরো।

ঢাক বাদক!

দুঃখের নিপাত যাকÑ

সুখ সমুদ্রে জোয়ার তুলুক ঢাক।

দোলা রানী দেওয়ান চিরন্তন

জীবনখানা হরেক রকম নিয়মে যে বদ্ধ,

না চাইলেও হয়ে গেলাম এ জগতে আবব্ধ।

গোলক ধাঁধাঁয় ঘুরছে পৃথিবী,

মোরা কেবল সমস্যা সমাধান নিয়েই ভাবি।

ঘুমের ঘোর কাটবে যে কোন প্রহরে,

কেন যে বারে বারে পড়ে যাই দোটানার কবলে।

যতনে বাঁধা যন্ত্রের দেহখান,

মরিচার আভাস যে পায় এই প্রাণ।

ভুবনের সকল বস্তু একে অপরের ছায়া,

কোন এক দিবসে যেনো কাটবে বিষাক্ত মায়া।

ইমরান শাকির দুর্গ

রাত্রি যতই গভীর হবে

ভোর তত সন্নিকটে,

মেঘের ঘোর যতই থাকুক

সূর্য রবে দৃশ্যপটে।

জীর্ণ পাতা ঝরলে পরে

নতুন কুঁড়ি পাখা মেলে

মৌমাছিরা ইচ্ছে মতো

মধু খোঁজে হেসে খেলে।

অতীত নিয়ে কেন এত

শোক দুঃখ করতে হবে!

বর্তমানে ভর করে

ভবিষ্যত গড়তে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়