মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ২১:৪১

হাইমচরে দুর্নীতি দমন কমিশনের বিতর্ক প্রতিযোগিতার বাছাই পর্ব

মো. সাজ্জাদ হোসেন রনি
হাইমচরে দুর্নীতি দমন কমিশনের বিতর্ক প্রতিযোগিতার বাছাই পর্ব

তরুণ প্রজন্মের মধ্যে সততা ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাইমচর উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই ২০২৫) সকালে দুর্গাপুর স্কুল এন্ড কলেজ হলরুমে দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বিষয় ছিলো ‘দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’ এবং দ্বিতীয় রাউন্ডে ‘তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারই দুর্নীতি দমনের কার্যকর উপায়’ বিষয়ে বিতার্কিকরা আলোচনা করেন।

দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমিন বিতর্ক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে হাইমচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মানোয়ার হোসেন মোল্লা শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ মো. বারেক বকাউল এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বশিরুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা দুর্নীতির ভয়াবহতা তুলে ধরে বলেন, দুর্নীতির কারণেই বিগত সরকার এ দেশ থেকে পলায়ন করেছে এবং দেশ অনুন্নত রয়ে গেছে।

অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক অধ্যাপক মোখলেছুর রহমান মুকুল। অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাফিজ আহমেদ, মুক্তিযোদ্ধা রুহুল আমিনসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বিতর্ক অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিতর্ক একাডেমির সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন ইমরু, সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার এবং মুবাশ্বেরা মাইসা। প্রতিযোগিতার প্রথম পর্বে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় এবং বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। এছাড়া চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় ও দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিতর্ক অনুষ্ঠানে অংশ নেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়