শনিবার, ০২ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ মে ২০২৫, ১৭:৪৭

শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষকসহ সকলকে এগিয়ে আসতে হবে

...... সৈয়দ মেহেদী হাসান চৌধুরী

প্রবীর চক্রবর্তী
শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষকসহ সকলকে এগিয়ে আসতে হবে

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে ২০২৫) সকালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা জমিদার পরিবারের সদস্য ও ওয়াকফ্ এসেস্টের বর্তমান মোতওয়াল্লি এবং রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সৈয়দ মেহেদী হসান চৌধুরী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ফরিদগঞ্জ উপজেলার একাডেমিক সুপারভাইজার আব্দুল্যাহ আল মামুন, স্কুলের অভিভাবক প্রতিনিধি ও সাবকে ইউপি সদস্য মাসুদ আলম বক্তব্য রাখেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ফরিদগঞ্জ উপজেলার আদর্শ গ্রাম খ্যাত লাউতলী শিক্ষার ক্ষেত্রে অনেক এগিয়ে। রূপসা জমিদার পরিবারের সদস্য প্রয়াত আব্দুল লতিফ চৌধুরীর হাতে গড়া লতিফগঞ্জ মাদ্রাসা ছিলো একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। পর্যায়ক্রমে ডা. আব্দুল রশিদের উদ্যোগে লাউতলী স্কুল ও কলেজ এবং অধ্যাপক জসিম উদ্দিন উদ্দিনের হাত ধরে লাউতলী মডেল স্কুল ও পাশেই আরেকটি মাদ্রাসা গড়ে উঠেছে। এর অর্থ হলো, এই এলাকার মানুষজন তাদের এলাকার উন্নয়নে শিক্ষাকে অনেক গুরুত্ব দিয়েছে। বর্তমানে শিক্ষা ব্যবস্থার একটি ক্রান্তিকাল যাচ্ছে, এই সময়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক শিক্ষকসহ সকলকে এগিয়ে আসতে হবে। ছাত্রদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে, মুঠোফোনের নির্ভরতা কমাতে হবে।

আলোচনা শেষে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও মেধাবৃত্তিপ্রাপ্তদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। এর আগে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়