শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ২১:৫৭

রাজারগাঁওয়ে কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের মেধা বৃত্তি পরীক্ষা

রাজারগাঁওয়ে কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের মেধা বৃত্তি পরীক্ষা
রাজারগাঁওয়ে কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের মেধা বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম। ছবি : আলমগীর কবির।
আলমগীর কবির

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের সাবেক স্বনামধন্য সফল ইউপি চেয়ারম্যান মরহুম কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান লন্ডন প্রবাসী কাজী জহিরুল ইসলাম জুয়েল, কো-চেয়ারম্যান কাজী জাহিদুল ইসলাম জিলন, কো-চেয়ারম্যান অ্যাড. কাজী শিরিন সুলতানা মুক্তা, সদস্য সচিব কাজী মোহাম্মদ মাসুদ আলন, মেধা বৃত্তি প্রকল্পের আহ্বায়ক এসএম জয়নাল আবেদীনের সার্বিক পরিচালনায় রোববার (১৫ ডিসেম্বর ২০২৪) মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। পরীক্ষায় জেলার ৩টি উপজেলা হাজীগঞ্জ, মতলব ও কচুয়ার প্রাথমিক ও মাধ্যমিকের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

৫ম ও ৮ম শ্রেণির ৩১৭ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশনভুক্ত হয়। এর মধ্যে ২৭৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার হল পরিদর্শন ও পরীক্ষা পরিচালনা পরিষদের সদস্যদের সাথে রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন এবং কল্যাণ ট্রাস্টের সবাইকে এ মহতি কাজের জন্যে ধন্যবাদ জানান। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়