শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১৭:৫০

'এখন ঘরে বসেই জাকাতের অর্থ প্রদান সম্ভব'

অনলাইন ডেস্ক
'এখন ঘরে বসেই জাকাতের অর্থ প্রদান সম্ভব'

বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাকাত তহবিল থেকে সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতিক বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক সেলিম সরকার । এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের অর্থ ও হিসাব বিভাগের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইফা চাঁদপুর-এর ফিল্ড অফিসার বিল্লাল হোসেন, চাঁদপুর সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার সালাউদ্দিন সহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সুবিধাভোগী ব্যক্তিরা।

ইসলামিক ফাউন্ডেশন প্রতি অর্থ বছরে জাকাত তহবিল থেকে দরিদ্র, অসহায় ও মেহনতী মানুষের জন্যে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এবারের উদ্যোগের মাধ্যমে শতাধিক সুবিধাভোগীকে চেক বিতরণ করা হয়েছে, যা তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, জাকাত শুধু অর্থ সহায়তা নয়, এটি দারিদ্র্য বিমোচনের একটি কার্যকর হাতিয়ার। ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এ মহৎ উদ্যোগ পরিচালনা করছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করছে। সঠিকভাবে জাকাত ব্যবস্থাপনা করা গেলে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব হবে। বর্তমানে বাংলাদেশের মানুষ ঘরে বসেই www.jakat.gov.bd তে জাকাতের অর্থ জমা দিতে পারে। এতে জাকাত দাতা এবং গ্রহীতা উভয়ে লাভবান হবে।

সভাপতি সেলিম সরকার বলেন, জাকাতের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। সুবিধাভোগীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা হয়, যাতে তারা আত্মনির্ভরশীল হতে পারে।

বিশেষ অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, ইসলামিক ফাউন্ডেশন সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে জাকাত তহবিলের পরিধি আরও বাড়ানো হবে, জাকাত আদায়ে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করা হবে এবং আরও বেশি সংখ্যক সুবিধাভোগীর কাছে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

একজন সুবিধাভোগী বলেন, ‘আমার সন্তানের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছিলাম। এই অর্থ আমার জন্যে অনেক সহায়ক হবে।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন প্রতি বছর জাকাত তহবিল থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়