শনিবার, ০২ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ২০:১৭

দুস্থদের তালিকায় ইউপি সদস্যের মা, স্ত্রী, শ্যালিকার নাম

অনলাইন ডেস্ক
দুস্থদের তালিকায় ইউপি সদস্যের মা, স্ত্রী, শ্যালিকার নাম

নিজের স্ত্রী, মা, ভাই, মামাত ভাই, শ্যালিকাসহ অনেক স্বজনের নাম দুস্থ ও অসহায়দের দেয়া সরকারি ত্রাণের তালিকাভুক্ত করে এবং ভুয়া টিপসই দিয়ে অন্যদের টাকাও উত্তোলন করে নিয়েছেন ইউনিয়ন পরিষদের সদস্য।

আলোচিত এই ইউপি সদস্যের নাম প্রকাশ বিশ্বাস। নিজ এলাকায় 'প্রকাশ মেম্বার' নামে পরিচিত। কেউ কেউ বলছেন, প্রকাশ বিশ্বাস বিশ্বাস ভেঙ্গেছেন মানুষে। ঘটনাটি ঘটে নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নে। করোনাকালে সরকারের দেওয়া নগদ অর্থ বিতরণে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও আত্মসাতের অভিযোগ উঠেছে এই ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য প্রকাশ বিশ্বাসের বিরুদ্ধে।

জানা যায়, ২০২০-২০২১ অর্থবছরে দরিদ্র ও দুস্থ ৩৫৬ পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে বিতরণের জন্য সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়। ৭নং ওয়ার্ড মেম্বার প্রকাশ বিশ্বাস সেই তালিকা করতে গিয়ে নিজ পরিবারের সদস্যসহ দিয়েছেন আত্মীয়-স্বজনদের নাম। তালিকায় ২৮৬ নম্বরে রয়েছে জয়ন্তি বিশ্বাস। তিনি প্রকাশ মেম্বরের স্ত্রী। তালিকার ২৮৯ নম্বরে তার মা স্মৃতি বিশ্বাস, ২৭৪ নম্বরে ভাই বিকাশ বিশ্বাস এবং ২৮৬ নম্বরে আরেক ভাই প্রভাত বিশ্বাস। এছাড়া তালিকায় আছেন তার শ্যালিকা শান্তি বিশ্বাস, মামাতো ভাই শেখর বিশ্বাস ও মধুসূদন বিশ্বাস। বিশেষ সম্পর্কের সুবাদে তালিকায় আছেন সচ্ছল শিল্পী বৈরাগী ও তার স্বামী নিত্যানন্দ বৈরাগী। এ ছাড়াও তালিকাভুক্ত একাধিক ব্যক্তির নামে বরাদ্দ হওয়া টাকা নিজস্ব লোকদের মাধ্যমে টিপ দিয়ে তুলে নেয়ারও অভিযোগ রয়েছে।

এর পাশাপশি গোয়ালবাড়ি গ্রামের শ্রীকান্ত বিশ্বাস ও আলোমতি রানীর নামের টাকা অন্যদের হাতের টিপ দিয়ে উত্তোলন করে নেওয়া হয়েছে। অথচ তারা জানেন না, তাদের নামে টাকা এসেছে।

যদিও প্রকাশ মেম্বার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘তালিকা তৈরি করতে গিয়ে কিছু ভুল হতে পারে।’ তালিকায় নিজ স্ত্রী, মা, ভাইদের নাম থাকার কারণ জানতে চাইলে তিনি আর কথা বলতে চাননি। কলোড়া ইউপি চেয়ারম্যান আব্বাছ আলী সরদার বলেন, ‘প্রকাশ মেম্বার যদি তালিকায় দুর্নীতি করে থাকেন বা কারো নামে টাকা তুলে নেন সে দায় তার। এজন্য ব্যবস্থা নেওয়া হবে। ’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়