শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৩ জুন ২০২২, ২০:০০

চাঁদপুরে বাবা-ছেলের দ্বন্ধ : বাবা কর্তৃক ছেলের ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ

চাঁদপুরে বাবা-ছেলের দ্বন্ধ : বাবা কর্তৃক ছেলের ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের বাখরপাড়ায় সম্পত্তিগত ও পারিবারিক বিরোধে বাবা-ছেলের দ্বন্ধে বসতঘর ভাংচুরের অভিযোগ পাওয়া উঠেছে। সোমবার সকালে ঘটনাটি ঘটে ঐ গ্রামের নতুন পন্ডিত বাড়িতে।

ভাড়া করা লোক দিয়ে বসতঘর ভাংচুরের অভিযোগ করেন ছেলে সাইফুল ইসলাম; তবে বাবা দুলাল মিজি বলেন, আমার ছেলেরর অভিযোগ মিথ্যা। নলকূপ বসানো নিয়ে এমন ঘটনার সূত্রপাত।

সাইফুল ইসলাম জানান, আমি বাড়িতে আমার অংশে একটি নলকুপ বসানোর জন্য লোক আনি। নলকুপেরর মালামাল বাড়িতে রেখে ব্যক্তিগত কাজে অন্যত্র চলে যাই। এসময় আমার তার বড় ভাইয়ের স্ত্রী নলকূপ স্থাপনে বাধা দেন। এরপর তার নিকট আত্মীয়-স্বজনসহ ২০ থেকে ২৫ জন লোক এসে আমার বসতঘরে হামলা ও ভাংচুর করেন।

সাইফুল ইসলাম আরো বলেন, আমার বাবা ও বড় দুই ভাইয়ের সাথে সম্পত্তিগত ও পারিবারিক বিরোধ রয়েছে। এই বিরোধের সূত্রে ধরে তারা আমার নলকূপ স্থাপনে বাধা দেন।

ছেলের অভিযোগ অস্বীকার করে সাইফুল ইসলামের বাবা দুলাল মিজি জানান, আমার সকল সম্পত্তি (ভূমি) সন্তানদের দিয়ে দিয়েছি। আমার নামে সামান্য কিছু সম্পত্তি রয়েছে। অথচ আমার ছোট ছেলে সাইফুল ইসলাম জোর-জবরদস্তি করে আমার ও আমার বড় দুই ছেলের সম্পত্তি দখল করে আছে। এ নিয়ে শালিসি বৈঠকের মাধ্যমে যার যার সম্পত্তির সীমানা নির্ধারণ করা হয়েছে। তারপরও সে বড় ছেলের সম্পত্তিতে কল (নলকূপ) বসাচ্ছে।

ভাংচুর ও হুমকি-ধমকির বিষয়ে তিনি বলেন, সে নিজে তার বসতঘর ভাংচুর করেছে এ রকম অনেক স্বাক্ষী এলাকায় রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়