শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ১৯:৫৪

ফরিদগঞ্জে ধর্ষণের ঘটনায় আটক ৩

ফরিদগঞ্জে ধর্ষণের ঘটনায় আটক ৩
ফরিদগঞ্জ ব্যুরো

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ১০ শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় থানা পুলিশ নারীসহ ৩জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, ইজাজ হোসেন (২৩), সাব্বির হোসেন (২৬) এবং লিপি বেগম (৩২) । এর মধ্যে থানা পুলিশ রোববার রাতে লিপি বেগম কে এবং ইজাজ ও সাব্বিরকে সোমবার সকালে আটক করে পুলিশ।

এছাড়া ঘটনার শিকার শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার চাঁদপুরে পাঠানো হয়েছে। তবে প্রধান অভিযুক্ত কথিত যুবলীগ নেতা শিমুল মিজি এখনো পলাতক রয়েছে।

উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নে রোববার স্কুলে যাওয়ার পথে ওই বখাটেরা শিক্ষার্থীকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কথিত যুবলীগ নেতা শিমুলসহ কয়েকজন বখাটে তাকে তুলে নিয়ে জোর পুর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে ওই ছাত্রী কোন রকমে ছাড়া পেয়ে বাড়িতে এসে জানালে সন্ধ্যায় তার মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে। ।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, মামলা গ্রহণ করে আমরা তিনজনকে আটক করেছি। প্রধান অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়